সংক্রমণ কমে যাচ্ছে, দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা: শিক্ষামন্ত্রী
দেশে করোনা সংক্রমণের হার কমতে থাকলে শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা একটা ভালো খবর যে, দেশে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে।’
‘সংক্রমণের হার কমতে থাকলে, আমরা শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে পারব,’ বলেন তিনি।
‘শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, ‘পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কারণ, আমাদের ক্লাসরুমে অংশগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার তুলনায় বেশি।’
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এতে বক্তব্য রাখেন।