স্বর্ণের বার লুটের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
মঙ্গলবার রাত ১০টার দিকে, ফেনী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এসআই মোতাহার হোসেন, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
ফেনীর পুলিশ সুপার জানান, গত ৮ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে গাড়ির গতি রোধ করে ওই পুলিশ কর্মকর্তারা। পরে তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেয়। এ ঘটনার পরদিন ওই ব্যবসায়ী ফেনী মডেল থানায় মামলা করেন।