লিটন থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে
বিসিবি সূত্রে জানা গেছে, লিটনের পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় তাকে দেশে ফিরতে হচ্ছে দ্রুততার সাথে। কথা ছিল জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে বাংলাদেশ দল সরাসরি ঢাকায় অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবে। কিন্তু দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে হলে লিটনকে জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে যেতে হবে। সেক্ষেত্রে লিটনের অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মুশফিকুর রহিমও খেলতে পারছেন না বায়োবাবল তথা জৈব সুরক্ষা বলয়ে না থাকায়। আবার ওপেনার তামিম ইকবালও ইনজুরিতে থাকায় রয়েছেন ছুটিতে। ফলে গুরুত্বপূর্ণ তিন প্লেয়ারের সার্ভিস পাবে না বাংলাদেশ। এটা অবশ্য জিম্বাবুয়ে সফরে যারা খেললেন তাদের জন্য বড় সুযোগ। কারণ- তাদেরকেই খেলাতে হবে অস্ট্রেলিয়ার সাথে।