হাসপাতালে ভর্তি শতাংশ রোগীই গ্রাম থেকে আসা

ঢাকার হাসপাতালে ভর্তি করোনা রোগীর ৭৫ ভাগই গ্রামের। এদের বেশিরভাগই নেননি করোনা টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে মাসে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে।

মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে দেখা যায় রোগী ভর্তির অপেক্ষায় তিনটি অ্যাম্বুলেন্স। এরা এসেছে ঢাকার বাইরে থেকে। অবস্থা জটিল হওয়ার পর এসেছেন হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, গত এক মাসে করোনা সংক্রমণ বেড়েছে আট ভাগেরও বেশি। মৃত্যু বেড়েছে ৫ গুণ। আর হাসপাতালে ভর্তি ৭৫ ভাগ রোগীই গ্রামের।

পরিস্থিতি সামলাতে রাজধানীর ইস্কাটনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এক হাজার বেডের করোনা হাসপাতাল করছে সরকার। এতে থাকছে চারশ করে আইসিইউ ও এইচডিইউ। শনিবার চালু হচ্ছে এই হাসপাতাল। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে ভারত থেকে আসবে ২০০ টন অক্সিজেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ