ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক

   
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে ওয়ানডেতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে অনায়াস জয়ের পর টি-টোয়েন্টিতেও সে সুযোগ এখন।

এদিকে আগের ম্যাচে ফিল্ডিং দিয়েই নজর কেড়েছিলেন শামীম হোসেন। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেও তাঁর পারফরম্যান্স ছিল দারুণ। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, আজ অভিষেকও হয়ে যাচ্ছে অ-১৯ বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৭১ নম্বর ক্যাপটি পাচ্ছেন শামীম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে শামীমের আগে অভিষেক হয়েছিল নাসুম আহমেদের।

প্রথম ম্যাচে হেরে যাওয়া জিম্বাবুয়ে দলে এনেছেন দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন টেন্ডাই চাতারা ও মিল্টন শুম্বা। জায়গা হারিয়েছেন, রিচার্ড এনগারাভা ও তারিসাই মুসাকান্দা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ