যানজটে আটকা পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

                                                                                                       পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

যানজটে আটকা পড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চার ঘন্টায় চন্দ্রা থেকে সাভার ডেইরি পর্যন্ত পৌঁছেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা জানান তিনি।

ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে গাবতলী সেতু পর্যন্ত দীর্ঘ যানজট। তাতে ঘরমুখো মানুষের সাথে আটকে পড়েছেন মন্ত্রীও।

সোমবার রাত ১১ টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাসে বলেন, ‘চন্দ্রা আইসি ৭টা বাজে, এহন রাত প্রায় ১১টা। বায়ে চায়া দেহি সাভার ডেইরি ফার্ম!এটা হলো ড্রাইভারের কথা।সমস্যা হলো সেই গাড়ীর যাত্রি আমি !!!!দোয়া চাই সকলের। আর উত্তরবঙ্গের যাত্রীদের আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Add to Queue Add to Playlist Share

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook