মুক্তি পেল অনন্য মামুনের “কসাই”

সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব, রাশেদ মামুন অপু, প্রিয়মনি, নওশাবা, এলিনা শাম্মী, এল আর খান সীমান্ত, রিও, শাহীন মৃধা প্রমুখ। দুই মাস আগে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘কসাই’।
সিনেমাটির নায়ক নিরব বলেন, ‘অনেক বছর পর ঈদকে সামনে রেখে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। ১৬ জুলাই মুক্তি পেলেও এর আনন্দ ঈদ পর্যন্ত থাকবে। আমি অনেক খুশি। দর্শকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল।’
পরিচালক অনন্য মামুন বলেন, ‘কেউ না কেউ যদি সিনেমা মুক্তি দিতে এগিয়ে না আসে, তাহলে সিনেমা শিল্পটার কী হবে? সেই তাগিদ থেকে এবং সিনেমাকে ভালোবাসি বলেই করোনাকালেও “কসাই” মুক্তি দেয়ার সাহস করেছি। পরে হল সংখ্যা বাড়বে আশা করছি।’ পরিচালক আরো বলেন, ‘একটি সত্য ঘটনা অবলম্বনে কসাই সিনেমাটি বানিয়েছি।’ ঈদের পঞ্চম দিন চ্যানেল আইতেও ‘কসাই’ সিনেমাটি দেখানো হবে।