মডার্নার আরো ৩০ লাখ টিকা আসছে সোমবার
দেশে আবারো জোরেশোরে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি। প্রতিদিন টিকা পাচ্ছেন প্রায় দুই লাখ মানুষ। সিটি করপোরেশনে মডার্না আর জেলা-উপজেলায় চলছে সিনোফার্মের টিকা।
দেশে টিকার নিবন্ধন কোটির ঘর ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ নিবন্ধন হচ্ছে। কিছু দিন আগেও টিকা নিয়ে সংকট থাকলেও এখন আর সেই অবস্থা নেই। একের পর এক চালান আসছে দেশে। সোমবার পৌঁছাবে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা। এরআগেও কোভ্যাক্স থেকে মডার্নার ২৫ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ।
আগামী দেড় মাসে দেশে আসছে পৌনে দু্ই কোটি ডোজ টিকা। এরমধ্যে আছে ফাইজারের ৬০ লাখ। এই টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলিসয়াসে সংরক্ষণ করতে হয়। আর মডার্নার টিকা রাখতে হয় মাইনাস ২০ ডিগ্রিতে। ফলে স্বাস্থ্য বিভাগের জন্য নতুন চ্যালেঞ্জ টিকা সংরক্ষণ। এখন তিন কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের।
দেশে এ পর্যন্ত এসেছে অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের এক কোটি ৬৯ লাখ ডোজ।