জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ের কন্ডিশন, প্রতিপক্ষ…দুটাই হাতের তালুর মতো চেনা বাংলাদেশের। তারপরও খুব একটা নির্ভার কি থাকতে পারছেন তামিম?
পারিবারিক কারণে মুশফিক দল ছেড়েছেন। নিজে ভুগছেন হাঁটুর চোটে। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন মুস্তাফিজ। উভয় সংকটে বাংলাদেশ অধিনায়ক পাচ্ছে না পূর্ণ শক্তির দল। তাতে ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচ থেকেই জয়ের আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে।
সঠিক কম্বিনেশন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। লিটনকে জায়গা দিতে ভাবতে হচ্ছে অনেক কিছু। সাম্প্রতিক পারফর্মেন্সে সোহানকে একাদশে রাখা না হলে প্রশ্নের মুখে পড়বে থিংক ট্যাংক। এরমধ্যে ছন্দে পাওয়ার কঠিন লড়াই সাকিবের। পরিকল্পনায় রাখতে হচ্ছে ওয়ানডে সুপার লিগ।
যাদের বিপক্ষে ম্যাচ, সে জিম্বাবুয়ে দলটা সম্পর্কে কোন তথ্য নেই বাংলাদেশের। পরিবারে করোনা রোগীর সংস্পর্শে আসায় আইসোলেশনে থাকায় টেস্ট মিস করেছিলেন উইলিয়ামস ও আরভিন। তারা ওয়ানডে দলে ফিরেছেন কিনা, জানা নেই তামিমের।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ম্যাচ জয়ের ধারাবাহিকতা থাকলেও ২০০৯ সালের পর ওদের মাটিতে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সে শৃঙখল ভাঙার সূবর্ণ সুযোগ এবার তামিম-সাকিবদের।