যেখানে আর্তমানবতা সেখানেই আওয়ামী লীগ: মতিয়া চৌধুরী

    

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যেখানে আর্তমানবতা সেখানেই আওয়ামী লীগ, সেখানেই ছাত্রলীগ। এই শিক্ষা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ আর্তমানবতার সেবা ও কর্তব্যকে সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ১৯৭০ সালে দেশের উপকূলীয় অঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হলে বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণা স্থগিত করে দুর্গত মানুষের কাছে ছুটে গিয়েছিলেন। এই করোনাকালেও আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ দলের অন্যান্য সংগঠন মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই ড. কামাল হোসেন, ডেভিড বার্গম্যান ও তারেক রহমানদের মতো জনবিচ্ছিন্ন লোকেরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। এদের সব ষড়যন্ত্র চুরমার করে আওয়ামী লীগ বাঙালি জাতিকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। দেশ-বিদেশে তাদের অপপ্রচার প্রতিরোধে দেশবাসীও সবসময় প্রস্তুত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু ও শাহাবুদ্দিন ফরাজী।

এর আগে বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা করোনাকালে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে ছাত্রলীগ নেতাকর্মীদের নানা দিক-নির্দেশনা দেন। কঠোর লকডাউন সফল করাসহ করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যও ছাত্রলীগের প্রতি আহ্বান জানান তারা।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা এই বৈঠকে যোগ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ

Add to Queue Add to Playlist Share

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook