১৫ জুলাই থেকে লকডাউন শিথিলের পরিকল্পনা
আসন্ন ঈদের আগে ১৫ জুলাই থেকে চলমান কঠোর লকডাউন শিথিলের পরিকল্পনা করছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সীমিত আকারে গণপরিবহন চালু ও দোকান খোলার অনুমতি চেয়ে একটি প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে।’
প্রস্তাবটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান তিনি।
‘তবে, করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের পর আবারও কঠোর লকডাউন ঘোষণা করতে পারে,’ যোগ করেন তিনি।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে। পরে এটি ১৪ জুলাই পর্যন্ত আরও সাত দিন বাড়ানো হয়।