১৬ জেলায় আরো ১৬৪ জনের মৃত্যু
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনাসহ ১৬ জেলায় আরো ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু করোনাতেই মারা গেছে ৯৭ জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের।
এর আগে গত শুক্রবার ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়। এরপরে এটিই শনাক্তের রেকর্ড।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৬৫ হাজার ৮২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৮০ জন।
এছাড়া কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়েই মারা গেছে ১৯ জন। ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন।
এছাড়া, দিনাজপুরে ৪ ও চুয়াডাঙ্গায় ৩ জনের মৃত্যু হয়েছে। রংপুরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের মারা গেছেন। এর মধ্যে করোনা আ্ক্রান্ত হয়ে ৬ ও উপসর্গ নিয়ে ৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।