ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন, ঢাকা বিচ্ছিন্ন হচ্ছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন আরোপে কার্যত বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের প্রকোপ এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার কারণে ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাতটি জেলায় কঠোর লকডাউন আরোপের কথা জানান।
জেলাগুলো হচ্ছে: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে লকডাউন, চলবে ৩০ জুন পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর লকডাউন চলাকালে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া আর কোনো যানবাহন চলবে না। রেলমন্ত্রী জানিয়েছেন, কঠোর লকডাউনের সময় ৭টি জেলায় কোনো ট্রেন থামবে না। এমনকি এসব জেলার কোনো বাসিন্দা এই সময়ে ট্রেনে যাত্রী হতে পারবেন না।
সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, লকডাউন চলাকালে সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। পণ্য পরিবহন এবং জরুরি সেবা দেওয়া নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না।
লকডাউন চলাকালে ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সীগঞ্জ)- বাংলাবাজার (মাদারিপুর)/মাঝিকান্দি (শরিয়তপুর), আরিচা (মানিকগঞ্জ) কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথগুলোতে উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে লঞ্চ,স্পিডবোট, ট্রলার ও অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে।