জেনেভায় শেষ হলো বাইডেন-পুতিনের ঐতিহাসিক বৈঠক
সুইজারল্যান্ডে শেষ হয়েছে বাইডেন-পুতিনের ঐতিহাসিক বৈঠক। জেনেভায় ৩ ঘণ্টা একান্তে বৈঠক করেন দুই নেতা। পরে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট জানান, পরমাণু নিরস্ত্রীকরণ, সাইবার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশে কূটনীতিকদের ফেরত পাঠানোর বিষয়েও একমত হয়েছেন বাইডেন-পুতিন।
সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জেনেভার লেকপাড়ের ভিলা লা গ্রেঞ্জে, স্থানীয় সময় দুপুর ১ টায় বৈঠক শুরু হয় চিরবৈরি দুই রাষ্ট্র প্রধানের। শুরুতে বাইডেনকে বৈঠকের আয়োজনের জন্য ধন্যবাদ জানান পুতিন। জবাবে বাইডেন বলেন, মুখোমুখি বৈঠক সবসময়ই ভালো।
এর আগে ভিলা লা গ্রেঞ্জে বাইডেন-পুতিনকে স্বাগত জানান, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
রয়টার্স বলছে ৪-৫ ঘণ্টা ধরে চলতে পারে দুনেতার বৈঠক। হোয়াইট হাউজ জানায়, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ, সাইবার হামলা, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান, সিরিয়া-লিবিয়া, আফগানিস্তান, আঞ্চলিক দ্বন্দ্ব নিরসন এবং জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে আলোচনা হওয়ার কথা।
এর আগে স্থানীয় সময় দুপুরে জেনেভায় পৌঁছান বাইডেন-পুতিন।
বিশ্বের দুই পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক। বিশ্বজুড়ে আলোচনায় সুইজারল্যান্ডের জেনেভায় জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিনের বৈঠক। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম দুই নেতার মুখোমুখি বৈঠক।