স্বপ্নঘুড়ির প্রযোজিত ওয়েব সিরিজ ‘মহানগর’ ওটিটি প্লাটফর্ম “হইচই” এ মুক্তি পাচ্ছে ২৫ জুন
“মহানগর” সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা আশফাক নিপুন। সিরিজের গল্প, চিত্রনাট্যও লিখেছেন তিনি। বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছেন ।
এই ওয়েব সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার। ঢাকা শহরের এক রাতে ঘটে যাওয়া গল্পের চিত্রায়ন করা হয়েছে এই সিরিজে।
“মহানগর” সিরিজটির প্রযোজনায় যুক্ত ছিল স্বপ্নঘুড়ি কমিউনিকেশন । এই সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্লাটফর্ম “হইচই” এ মুক্তি পাচ্ছে।
এই সিরিজের ট্রেইলার প্রকাশ করা হবে ১৯ জুন।