ভারতীয় সিরিয়াল দেখতে নিষেধ  করায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

স্থানীয় পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে মেয়েটি ভারতীয় একটি চ্যানেলের সিরিয়াল দেখলে তা নিয়ে বাবমা তাকে বকাবকি করেন। এতেই অভিমান করে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।

রংপুরের কাউনিয়া উপজেলার বালাটাড়ায় টিভিতে ভারতীয় সিরিয়াল দেখতে নিষেধ করায় সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শনিবার (১২ জুন) বিকেলে রংপুর মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১১ জুন) রাতে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া কাউনিয়ার কৃষক সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়,  শুক্রবার বিকেলে মেয়েটি ভারতীয় একটি চ্যানেলের সিরিয়াল দেখায় এ নিয়ে বাব-মা তাকে বকাবকি করেন। এতেই অভিমান করে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, নিহতের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত না করে মরদেহ দ্রুত দাফনের পরিকল্পনা করে। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ