চাঁদপুরে প্রশাসন ক্যাডারদের বেতনের টাকায় ঘর পেল দুই গৃহহীন পরিবার

 

কে এম নজরুল ইসলাম : চাঁদপুর প্রতিনিধি 

বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কর্মকর্তাদের অর্থায়নে  গৃহহীন ও ভূমিহীন দুই পরিবারকে  টিনশেড দুটি পাকা ঘর দেয়া হয়েছে । ৯ মে রোববার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের   অটোচালক আব্দুল কাদির ও তার স্ত্রী মারুফা বেগম, ডাব বিক্রেতা হাসান মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমের হাতে ঘর দুটির চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় তাদেরকে এক সপ্তাহের খাদ্যসামগ্রীও দেওয়া হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘জেলা প্রশাসনের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তাদের বেতনের টাকা থেকে অনুদান দিয়ে এ দুটি ঘর করে দেয়া হয়েছে। ঘরগুলো করতে ৪ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হয়েছে। এখন তাদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হলো। যাতে তারা ঘরগুলোতে থাকতে পারে এবং রক্ষাণাবেক্ষণ করতে পারে। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন সেদিন একসাথে এ দুটিরও উদ্বোধন হবে। তখন আমরা আনুষ্ঠানিকভাবে এ ঘরগুলোর জমি রেজিস্ট্রেশন এবং কবুলিয়াত নামজারিসহ সমস্ত কাগজপত্র প্রদান করব।’

চাবি হস্তান্তরকালে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না। ইতোমধ্যে তা বাস্তবায়নে অসংখ্য গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। চাঁদপুরেও প্রথম পর্যায়ে আমরা ১১৫টি গৃহহীন পরিবারের মাঝে ঘর দিয়েছি। এবার ঘর দেবো ১২৪টি গৃহহীন পরিবারকে। তার বাইরে আমাদের এ দুটি ঘর’। তিনি আরও বলেন, ‘এটি আমরা করেছি আমাদের এডমিনিস্ট্রেশন পরিবারের পক্ষ থেকে। আমি, আমাদের সকল এডিসি, ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যারা চাঁদপুরে আছেন, সবাই মিলে বেতনের একটি অংশ দিয়ে এ ঘর দুটি করে দিয়েছি। যাতে অন্ততপক্ষে দুটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়’।

 

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারগণ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ