আরমানিটোলায় দগ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় আহত প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ৪ জন আইসিইউতে এবং ২ জন লাইফ সাপোর্টে রয়েছেন।
শনিবার (২৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের একথা জানান শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি আরও জানান, তাদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
এদিকে ভবন ও গোডাউনের মালিককে আসামি করে বংশাল থানায় মামলা করা হয়েছে। শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ আহত হয়েছেন, আরও অন্তত ১৭ জন।