প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ১০ মাসেও নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্ট
ছবি সংগ্রহকৃত
মেডিকেল টেকনোলজিস্ট সংকটের কারণে ল্যাবলটরিতে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার কম। প্রধানমন্ত্রীর নির্দেশনার ১০ মাস পরও নিয়োগ হয়নি মেডিকেল টেকনোলজিস্ট। ফলে টেস্ট করতে মানুষের ভোগান্তি ও অপেক্ষা আগের মতোই।
করোনার শুরু থেকে সারা দেশেই পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্টের তীব্র সংকট। তেমনই এক জেলা হবিগঞ্জ। এ জেলার নয়টি উপজেলার জন্য টেকনোলজিস্টের পদ ২০টি। অথচ বর্তমানে কর্মরত মাত্র চার জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, ১ চিকিৎসকের বিপরীতে ৫ টেকনোলজিস্ট দরকার। বাংলাদেশের চিত্রটা উল্টো। বর্তমানে ছয় জন চিকিৎসকের জন্য একজন টেকনোলজিস্ট। দেশে সরকারি পর্যায়ে চিকিৎসক প্রায় ৩০ হাজার। অথচ মেডিকেল টেকনোলজিস্ট আছেন পাঁচ হাজারের মতো।
করোনা শনাক্তে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য গত বছর জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন। এজন্য তিন হাজার নতুন পদ সৃষ্টি করা হয়। নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও এখনো চূড়ান্ত ফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদপ্তর।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় তা বন্ধ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষ-প্রশিক্ষিত লোকবল যদি আরও কাজে লাগানো যেত, তাহলে করোনা মোকাবিলা আরও সহজ হত বলে অভিমত বিশেষজ্ঞদের।