মুক্তাগাছায় লকডাউনকে কেন্দ্র করে পুলিশ-ক্ষুদ্র ব্যবসায়ী মুখোমুখি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি;
ময়মনসিংহের মুক্তাগাছায় লকডাউন বাস্তবায়ন করতে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠি নিয়ে তাড়া ও বৃষ্টির মত ইট নিক্ষেপের মধ্যে পুলিশ দৌড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীরা সড়কে নেমে বিক্ষোভ মিছিল করে ও লাঠি-ইটপাটকেল হাতে নিয়ে সড়কে অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর লকডাউনে স্থানীয় বড় মসজিদ মার্কেটে গিয়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে দোকানদারদের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে। তখন দোকান ফেলে ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। পুলিশ চড়াও হলে ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এমন উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে থানায় আশ্রয় নেন। লাঠিসোঠা ও ইটবৃষ্টির মধ্যে টিকতে না পেরে পুলিশও দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা বড় মসজিদের সামনে অবস্থান নেয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি লকডাউনে প্রশাসনের পক্ষ থেকে যখন যার যেভাবে যেমন ইচ্ছা তথন সেভাবেই তারা নানা কথা বলছেন। তারা নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন বলেও জানান। সে জন্য ছোট ছোট দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন ধরনের ক্ষোভ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে বেঁচে থাকার জন্যই ব্যবসা বাণিজ্য চালু রাখতে চান বলে তারা জানান।
ঘটনার বিষয় অস্বীকার করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “সরকারের নির্দেশনা পালনে পুলিশ কাজ করে যাচ্ছে। বড় মসজিদের সামনে ব্যবাসয়ীদের লকডাউন সম্পর্কে বুঝানো হয়েছে। এরপর আমরা ব্যবসায়ীদের বুঝিয়ে থানায় চলে আসি ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন,” সরকারের নিয়মিত ডিউটি পালন করতে বড় মসজিদ মার্কেটে যাওয়া হয়। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্যবসায়ীদের বুঝানো হয়। এরপর কি ঘটনা ঘটেছে এটা তার জানা নেই।”