রাজধানীর কেরানীগঞ্জে বহুতল ভবন ‘জাবালে নুর টাওয়ার’-এর ভূগর্ভস্থ গুদামে আগুন লাগার ঘটনা এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে এবং এ সময় ভবন থেকে ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানো হচ্ছে। প্রচুর ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ লাগছে।
শাহজাহান শিকদারের বরাত দিয়ে জানা যায়, জাবালে নুর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেজমেন্ট মাত্র একটি। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ঝুট গোডাউন রয়েছে, তৃতীয় তলা থেকে ওপরের তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি, তাই আগুন নেভাতে সময় বেশি লাগছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩টি ব্রিদিং টেন্ডার ও ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের নেতৃত্বে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, যিনি বলেন, “ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হলেও দোকানপাট ও শাটারের কারণে আগুন নেভাতে বেগ লাগছে। চারদিক থেকে আগুনকে অন্য ভবনে ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, ভবনে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং আগুনের সময় যে বিস্ফোরণের শব্দ শুনা গেছে তা ব্যাকড্রাফট-এর কারণে হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোর ৫:৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেলে ভোর ৫:৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

