( বরিশাল) সংবাদ দাতা:
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ২০ জন বিএনপির কর্মী সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে।
২৯ অক্টোবর বুধবার সন্ধ্যার পরে উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল ইসলামের নেতৃত্বে ২০ জন বিএনপির কর্মী সমর্থক জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারী ও বাকেরগঞ্জ ৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের হাতে ফুল দিয়া জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আলামিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সূরা সদস্য মাওলানা রেদওয়ানুল্লাহ শাহিদী, এছাড়া ইউনিয়ন ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







