( ক্রাইম রিপোর্টার )
রাজশাহী জেলার তানোর উপজেলায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই বছরের শিশু সাজিদ নিখোঁজ হয়েছেন। উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ পরিত্যক্ত একটি ৪০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যায় ছোট্ট সাজিদ।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ঘটনার সময় ঢাকায় গার্মেন্টসে কাজ করছিলেন সাজিদের বাবা মোহাম্মদ রাকিব। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাতে তানোরে পৌঁছে তিনি দৃশ্যটা দেখে শোকে অশ্রুবর্ণ হন।
রাকিব বলেন, “ছেলে গর্তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম। এখনো আমার ছেলেকে দেখতে পাইনি। বেঁচে আছে কি না কিছুই জানি না। আল্লাহর উপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি, তিনি যা ভালো মনে করবেন তাই করবেন।”
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে আমরা গর্তে বিশেষ ক্যামেরা ফেলেছিলাম। তবে ৩৫ ফুট যাওয়ার পর ক্যামেরা আটকে যায়। আমাদের ধারণা শিশুটি সম্ভবত ৪০ ফুট গভীরে রয়েছে। তাই ঘটনাস্থলে রাতভর তিনটি এক্সকেভেটরের মাধ্যমে গর্ত খনন করা হয়েছে। এই নতুন গর্ত থেকে সুড়ঙ্গ তৈরি করে শিশুটির সন্ধান চালানো হবে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করতে তারা ঘটনাস্থলেই চেষ্টা চালিয়েছিলেন, তবে গর্তে মাটি ও খড় পড়ে যাওয়ায় তা ব্যর্থ হয়। তানোরের পুরো গ্রাম শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য শ্বাসরুদ্ধকর উত্তেজনায় অপেক্ষা করছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ শিশুটির সন্ধান পেতে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ও সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

