দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক সহ ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এই সড়ক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক জুহিন ইসলাম (২৩) নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মোল্লা এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার আজাদ হোসেন (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত জুহিন ইসলাম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। অপরজন যাত্রীবাহী মোল্লা এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার আজাদ হোসেন (৪৩), তিনি বিরামপুর উপজেলার পূর্ব পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
অন্যদিকে, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে আজাদ হোসেনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়।

