বাউফল,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানাগেছে, গতকাল দিবাগত রাত ৮টার দিকে স্থানীয়রা জাকির হোসেন (৩৫) নামের একজনকে গাঁজাসহ আটক করে।
খবর পেয়ে বাউফল থানার এস আই মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে জাকির হোসেনকে জিজ্ঞেসাবাদ করলে তার দেয়া তথ্য অনুযায়ি বাবুর হাট এলাকার মন্নান মৃধার বাড়িতে অভিযান চালিয়ে আবু বক্করের (৫০) ঘরের উওর পাশের বাগানের ভিতরে মাটিতে পুতে রাখা কলসের ভিতর থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্বার করে। এ সময় পুলিশ আবু বক্করকে না পেয়ে তার স্ত্রী রোকেয়া বেগমকে(৪৩) আটক করে।

