হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন ৩৪৬/১৪ আর সীমানা পিলার এলাকা থেকে মালিকানাবিহীন অবস্থায় ভারতীয় ফেনসিডিলের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর গ্রামের পুকুরপাড়ে বিশেষ তল্লাশি অভিযানের মাধ্যমে মোট ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের একটি দল ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে আনতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে মাদক চোরাচালানকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

