স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর পুলিশ লাইন্সে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের নির্বাচিতদের তালিকা ঘোষণা করেন। তিনি জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে এবং তাদের সরকারি ফি মাত্র ১২০ টাকা লেগেছে।
এর আগে ৯৫৫ জন আবেদনকারীর মধ্যে নিয়োগের বিভিন্ন ধাপ অতিক্রম শেষে গত ১০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় ১৭৩ জন অংশ নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে উত্তীর্ণ ২৩ জনের মৌখিক পরীক্ষা শেষে ১৫ জনকে নির্বাচিত করা হয়।
নির্বাচিতদের পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিক মেডিকেল পরীক্ষা এবং রাজারবাগে প্যাথলজিক্যাল টেস্ট শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।