ইকরাম হাসান,নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ঐতিহ্যবাহী ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখনো পরিচয়হীন অবস্থায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়টি এখনো ক্লাস বা কোনো একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেনি, ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর থেকে রাজধানীর এই সাত সরকারি কলেজ কে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়ার আগেই শুরু হয়েছে দীর্ঘ প্রশাসনিক জটিলতা। ফলে ভুক্তভোগী হাজারো শিক্ষার্থী।
অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ইতোমধ্যেই প্রথম সেমিস্টার শেষ করে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছে।অন্যদিকে, প্রস্তাবিত এই কাঠামোয় ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্লাস শুরুর তারিখ পর্যন্ত জানতে পারছেন না।
২৪-২৫ সেশনে ভর্তি হওয়া ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অনেক আশা নিয়ে গ্রাম থেকে এইখানে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। কেউ আমাদের সঠিক তথ্য দিতে পারছে না।
শিক্ষার্থীদের অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এই সকল শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, প্রশাসনিক কাঠামো ও অনুমোদন সংক্রান্ত কিছু বিষয় এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এসব সম্পন্ন হলেই ক্লাস কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
তবে কবে নাগাদ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে যুক্ত হতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারে নি অন্তবর্তীকালীন প্রশাসন কিংবা ইউজিসি।

