নবীন মাহমুদ,
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ট্রাক চাপায় পথচারি মো. আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।
বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানসিঁড়ি ইউপির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আলম ও কবির হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আলম মৃত ফজলে আলীর ছেলে। তার বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়।
এ বিষয় ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক চাপায় একজন নিহত এবং একজন আহতের ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে।
এ দিকে সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সকালে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল দিক থেকে আসা একটি মাইক্রোবাস বাখেরগঞ্জের দিকে যাচ্ছিল। দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে চায়ের দোকানে বসা কয়েকজনকে চাপা দিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এ সময় দোকানের ক্রেতা ও মাইক্রোবাসের যাত্রীসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হন।
এ বিষয় নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।







