সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ইটনায় দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে একজন নিহত এবং উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার(১২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে রবিবার দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশিয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গত দুইদিন পূর্বে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রবিবার দুপুরের দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান মামলার প্রক্রিয়া চলমান,পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।