শেখ মাসুম বিল্লাহ, উপজেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ফয়লাহাট খান জাহান আলী বিমানবন্দর পশ্চিম পাশে বুধবার (৪ জানুয়ারি) সকালে পরিবহনের ধাক্কায় ১ জন আলমসাধু নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯:৩০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের ওই স্থানে মোংলা থেকে খুলনা যাওয়া যাত্রীবাহী পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রামপাল থেকে ফকিরহাটগামী আলমসাধুর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন।
নিহত ব্যক্তি হলেন— বাগেরহাট জেলার ফকিরহাট থানার ১নং বালিয়াডাঙ্গার শাহ আলম হাওলাদার (৪২)।
কাটাখালী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

