জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে একজন মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিকেল ৫টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবির।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ পৌরসভার অন্তর্গত পূর্ব ঘইড্ডা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৮ বোতল মদ, ৪টি খালি মদের বোতল, একটি বাটন মোবাইল, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ফুয়েল পেপার রোল এবং ইয়াবা সেবনের তিনটি স্ট্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন পূর্ব ঘইড্ডা গ্রামের মৃত মতলব মুন্সির ছেলে। অভিযান শেষে রাত ৯টা ৪০ মিনিটে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক ও মাদক ব্যবসার বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে।

