পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
ব্যবসা বানিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস-এর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর ) বিকালে রাজধানীর পুরানা পল্টনের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত “বর্তমান প্রেক্ষাপটে সু-শাসন ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবু তারিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ চেয়ারম্যান এ্যাডভোকেট মনির হোসেন।
এ বিষয়ে সিরাজুল ইসলাম ফুল বলেন, এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যবসায়ী ও সমাজের মানুষের জন্য ন্যায়ের পক্ষে কাজ করে যাবো।