লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী, হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী এলাকায় বিজিবি গত দুই দিনে ১০ ও ১১ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযান করে এক কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩শত টাকা মূল্যের ভারতীয় জিরা চিনি ফেনসিডিল আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া, হালুয়াঘাটের আইলাতলী, বান্দরকাটা, ধোবাউরার ঘোষগাঁও বিওপি’র বিজিবি টহল দল বিপুল পরিমাণ এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করেছে।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার গভীর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে আইলাতলীর বিওপি রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩ হাজার ৮শত ৪০ কেজি ভারতীয় জিরা, ১০ ফেব্রুয়ারি বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১শত ৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করেছে। চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল।
এ সময় এই চারটি বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব জিরা,চিনি, ফেনসিডিল আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য এক কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩ শত টাকা।অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে আসছে।
লাল মোঃ শাহজাহান কিবরিয়া
শেরপুর
১১ ফেব্রুয়ারী ২৫ ইং