সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবার এবার প্রথমবারের মতো নববর্ষ পালন করলো মেয়েহারা শোকের ভার নিয়ে। তবে সেই শোকের দিনে পরিবারটির পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক বুধবার (১৬ এপ্রিল) জানান,পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (১ বৈশাখ), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পক্ষ থেকে স্বর্ণার পরিবারের হাতে উন্নত জাতের একটি ফিজিয়ান গাভী তুলে দেওয়া হয়। শুধু উপহারেই সীমাবদ্ধ থাকেনি বিজিবি,নববর্ষের এই দিনে তাদের সদস্যরা সরাসরি স্বর্ণার পরিবারের সঙ্গে সময় কাটান, উৎসবে সঙ্গ দেন এবং মানবিক সংহতি প্রকাশ করেন।
এ সময় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। তারা স্বর্ণার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান।
স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন,”আমরা মেয়েকে হারিয়ে গভীর শোকের মধ্যে আছি। বিজিবি শুরু থেকেই আমাদের পাশে রয়েছে। আজকের এই উপহার আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। বিজিবির মহাপরিচালক ও পুরো ব্যাটালিয়নকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, “স্বর্ণা দাসের মৃত্যু ছিল অত্যন্ত বেদনাদায়ক। বিজিবি তার পরিবারের পাশে ছিল,আছে এবং থাকবে। এই দিনে আমাদের পাশে থাকা ছিল দায়িত্ববোধ থেকে উৎসারিত।”
এ সময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক,জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ বিপ্লব, মোহসীন উল হাকিম,ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল,সাধারণ সম্পাদক সজিব খান এবং দপ্তর সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন।