সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত নিরাপত্তা ও পুশইন রোধসহ সাম্প্রতিক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন।
সোমবার (১২ মে) বিকেলে শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
সভায় অধিনায়ক বলেন, “সীমান্তে পুশইন, চোরাচালান ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন সীমান্তে ৬৯ জন পুশইনের ঘটনা ঘটেছে,যাদের মধ্যে অধিকাংশই ৪৬ ও ৫২ বিজিবির দায়িত্বাধীন এলাকায়। পুশইন রোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,“সীমান্ত নিরাপত্তা রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তথ্যের আদান-প্রদানের মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবো।”
এ সময় ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ,সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন;এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, বাংলা এফএম এর সত্যজিৎ দাস,প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ আরও অনেকে।
এই সভা সীমান্ত নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।