মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোর বেনাপোল সীমান্তে গত জুন (২০২৫) মাসে বিজিবির টহল অভিযানে প্রায় ৭ কোটি ২৬ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামালসহ ১২ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে স্বর্ণ, মাদকদ্রব্য ও ভারতীয় নানা ধরনের পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা—যেমন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপিতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় জব্দকৃত মালামালের মধ্যে ছিল—স্বর্ণ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, বিদেশি মদ, নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, থান কাপড়, পোশাক, চকলেট, বিভিন্ন খাদ্য ও কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৬৮৪ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন,
“দীর্ঘদিন ধরেই চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান চলছে। সীমান্তের প্রতিটি ইঞ্চি এখন নজরদারির আওতায়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নেই। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিজিবির এমন সুশৃঙ্খল তৎপরতায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নতুন গতিসঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।