নুরুল হক রুনু, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনকৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ১৯ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা সবাই বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৩১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিজয়পুর ক্যাম্পের কমান্ডার শহীদুল ইসলাম বলেন,
“বিএসএফ আজ ভোরে ২১ জন বাংলাদেশিকে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে আমরা তাদের আটক করি। আটককৃতদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ৪ মে একই সীমান্ত দিয়ে ৩২ জন বাংলাদেশিকে পুশইন করেছিল বিএসএফ। সীমান্তবর্তী এলাকাগুলোতে এর ফলে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।