দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা হয়। অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার ও থানা পুলিশের টিম।
অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতিটি ৫০ কেজির বস্তায় মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।