কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরের হরষপুর বিওপির টহলদল রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয়সহ ৫ নারীকে আটক করা হয়েছে।
জানা যায় যে গত ১৯ শে ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৬ টায় অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে। তারা হল চট্রগাম রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০) এবং ভারতের আসামশীল চরের কৃষ্ণা দে (৪৭)।
বিজিবি জানায়, আটককৃতরা মানব পাচারকারীর দালাল এর মাধ্যমে টাকার বিনিময়ে ভারতের আসামে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হয়েছে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন ৩ টি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া গেছে।
ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানায় ১ মাস পূর্বে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্রগামে আত্মীয়ের বাড়িতে অবস্থান করেন। ২৫ বিজিবি সরাইল অধিনায়ক লেঃকর্নেল ফারাহ ইমতিয়াজ বলেন,অনুপ্রবেশকারী বাংলাদেশী ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরণকারীঃ
কামরুল হাসান কাজল
হবিগঞ্জ