ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও ফারাক্কার ন্যায্য পানির হিস্যার দাবিতে লংমার্চ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হচ্ছে।
আমজনতা পার্টির সদস্য সচিব পরিচয়দানকারী তারেক রহমান বলেন, "বগুড়াতে হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জেয়াফতটা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে ও মুসলমানদের নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জেয়াফত কার্যক্রম।
রবিবার সকাল থেকে উপজেলার সরকারি মডেল হাই স্কুলে জেয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয় “বাংলাদেশের জনগণ” ব্যানারে।
এর আগে শনিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “বাংলাদেশের জনগণ” ব্যানারে প্রায় ৫ শতাধিক সদস্য লংমার্চ করে বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে এসে পৌঁছায়। “বাংলাদেশের জনগণ” নামের একটি সংগঠন এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করে।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/image-61-1024x576.png)
এই সময় লংমার্চ ও সামাজিক জেয়াফতে অংশগ্রহণকারীরা কাঁটাতারের ফেলানী “আমরা তোমাকে ভুলিনি”, “ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ”, “সীমান্তে হত্যা বন্ধ করো করতে হবে”, “বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা”, “ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান” সহ নানা ধরনের শ্লোগান দিতে থাকে।
জেয়াফতে অংশগ্রহণ করতে আসা বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “৫, ৬ ও ১৮ জানুয়ারি কালিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসন বিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিল। আর যারা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য এখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই প্রোগ্রামে এসে ভালো লাগছে কারণ আমাদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করার জন্য এ প্রোগ্রামটি আয়োজন করা হয়।”
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/image-60-1024x576.png)
আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই হয়, এরপর আলোচনা হবে এবং নাগরিকদের সাথে কথা বলা হবে। এছাড়া সীমান্তে যারা নিহত হয়েছিল, তাদের নামে আজ সন্ধ্যার দিকে ফানুস উড়ানো হবে। শহীদদের সম্মানে তাদের নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দিবো।”
বাংলাদেশ জনগণ ব্যানারের মুখপাত্র মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জনগণ ব্যানারের রাজশাহী সমন্বয়ক রুহুল কুদ্দুস মীর (ওরফে ফরহাদ আলী), বাংলাদেশ জনগণ ব্যানারের শিবগঞ্জ সমন্বয়ক মোঃ মামুনুর রশিদ, শিবগঞ্জ ছাত্র আন্দোলন সমন্বয়ক মোঃ আল বাশরী সোহান, মোঃ তন্ময়, গণআধিকার পরিষদ নেতা ফারুক আহমেদ এবং আমজনতা পার্টির সদস্য সচিব তারেক আহমেদসহ “বাংলাদেশ জনগণ” সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন হেফাজত নেতা উপস্থিত ছিলেন।