মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছে— এমন তথ্য সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে গত দুই দিনে ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছেন। কিন্তু এই তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আসলে কী ঘটেছিল?
শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। পথিমধ্যে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়।
✅ বিজিবির দ্রুত অভিযানে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়।
✅ উদ্ধার অভিযান চলাকালে উত্তাল সমুদ্রের কারণে এক বিজিবি সদস্য পানিতে পড়ে যান।
✅ তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
বিজিবি জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিহীন গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য যাচাই করার পর বিশ্বাস করতে অনুরোধ জানিয়েছে।