বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ভাজাবনিয়া চিতারকুম জিরো লাইনে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (১৯) ও মো. হোসাইন (২৭)। জাহাঙ্গীর আলম বাংলাদেশি নাগরিক এবং বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। মো. হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন সীমান্তের কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় গেলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে জাহাঙ্গীরের বাম পায়ে দুটি গুলির আঘাত লাগে, আর হোসাইন সামান্য আহত হন। স্থানীয়দের ধারণা, তাদের ওপর গুলি চালিয়েছে আরাকান আর্মির সদস্যরা।
এদিকে, ঘটনাটি চোরাচালানের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা কেন সীমান্তে গিয়েছিলেন, তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, চোরাচালানের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।