নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ কোর্সের আয়োজন করে জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ কাউসার মিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা সমবায় উপসহকারী নিবন্ধক জিতেন্দ্র সরকার এবং জেলা সমবায় পরিদর্শক মিনার আলী।
প্রশিক্ষণে বড়ছড়া বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক শেখ সবুজ আলম, সমবায়ী হোসাইন আহমেদ এবং সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান সমবায়ের সফলতা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
কোর্সে অংশগ্রহণকারীদের সমবায়ের গুরুত্ব, সদস্যদের যোগ্যতা ও দায়িত্ব, ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা ও অপসারণ প্রক্রিয়া, সভাসমূহের ধরন, নির্বাচন, আমানত ও ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগ, আর্থিক রেজিস্টার, নিরীক্ষা ও হিসাব সংরক্ষণ বিষয়ে বিশদভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অন্তত ৫০ জন সমবায়ী এই কোর্সে অংশ নেন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।