বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পীর সাহেব চরমোনাই মনোনীত ফরিদপুর -২ (সালথা- নগরকান্দা) আসনে এমপি পদপ্রার্থী ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা শাহ মো. জামাল উদ্দিনের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দিনব্যাপী দুই শতাধিক মোটরসাইকেল ও স্থানীয় নেতাকর্মী নিয়ে সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থনে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটর শোভাযাত্রাটি দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কারি শহিদুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শিকদার মো. জিয়াউর রহমান জিয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতা মঞ্জুর ইসলাম প্রমুখ।
এছাড়াও মোটর শোভাযাত্রায় দুই উপজেলাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এসময় পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মাওঃ শাহ্ মোঃ জামাল উদ্দিন বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। সালথা-নগরকান্দায় আমাদের অবস্থা খুবই ভালো। আমরা দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছি। আশাকরি জনগন আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ।