মোঃ মামুন মোল্লা, খুলনা:
খুলনার শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর–৯১৯) ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় ইউনিয়নের শ্যামগঞ্জ, শিরোমনি এলাকার নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক মো. সাইফুল্লাহ তারেক। তিনি জানান, দীর্ঘ ২০ বছর পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, “এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ ও সকল শ্রমিকের সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও জানান, ৫ আগস্ট ২০২৪ সালে ইউনিয়নের নির্যাতিত শ্রমিকরা দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়। এরপর শ্রম অধিদপ্তরের অনুমোদনে একটি এডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।
তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম:
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১৯ জুন ২০২৫
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৫ জুন ২০২৫
- মনোনয়নপত্র বিতরণ: ২৬ জুন ২০২৫
- মনোনয়নপত্র জমা: ২৭ জুন ২০২৫
- যাচাই-বাছাই: ২৯ জুন ২০২৫
- খসড়া প্রার্থী তালিকা: ১ জুলাই ২০২৫
- প্রত্যাহারের শেষ দিন: ৩ জুলাই ২০২৫
- প্রতীক বরাদ্দ: ৫ জুলাই ২০২৫
- চূড়ান্ত প্রার্থী তালিকা: ৭ জুলাই ২০২৫
- ভোটগ্রহণ: ১৭ জুলাই ২০২৫, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা
৭টি পদে প্রার্থী ১৩ জন, ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ইতোমধ্যে ৭টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪টি পদে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।
প্রার্থী তালিকা নিম্নরূপ:
- সভাপতি: শামিম হোসেন, ফিরোজ মোড়ল, হোসাইন উদ্দিন ফয়সাল
- সহ-সভাপতি: মো. রাসেল গাজী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
- সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম, মো. ইসমাইল মোড়ল, সাকিব শেখ
- সহ-সাধারণ সম্পাদক: মো. আলম হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
- সাংগঠনিক সম্পাদক: মো. রিয়াজুল হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
- প্রচার সম্পাদক: শেখ রাজা রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
- কোষাধ্যক্ষ: মো. শামসুর রহমান, মো. রাব্বি হোসেন, রকিবুল ইসলাম
ইউনিয়নের মোট ৯৪ জন ভোটার ১৭ জুলাই ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।