রিপন মারমা, রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম আগা পাড়া বেতথং এলাকায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে তিনজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদলা এলাকা থেকে চিৎমরম বাজারগামী ইটবোঝাই ট্রাকটি (চট্টগ্রাম-১১-০০২৯) বেতথং এলাকায় এসে উল্টে যায়। এতে চাকুয়াপাড়া এলাকার হ্লা চিং মারমা (৫৫), কলাবুনিয়া পাড়ার সাংথুইপ্রু মারমা (৬৩) এবং তার ছেলে ক্য চিং উ মারমা (১৭) আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিৎমরম খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ট্রাকের চালক মোঃ মুহিবুল্যাহ দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
চিৎমরম মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক চিংসাপ্রু মারমা জানান, “তিনজন যাত্রী চাকুয়াপাড়া থেকে দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। পরে কোনো গাড়ি না পেয়ে বাধ্য হয়ে ইটবোঝাই ট্রাকে উঠে পড়েন। ট্রাকটি বেতথং এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।”
ট্রাকের মালিক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আহত যাত্রীরা ট্রাকে জোর করে উঠেছিল। তাদের তোলা আমাদের জানামতে অনুমোদিত ছিল না। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।”
এ ব্যাপারে কাপ্তাই থানা বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।