রিপন মারমা কাপ্তাই
রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সন্ধা ৭টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কাপ্তাই শহীদ তিতুমীর বিদ্যালয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের ব্যাপক মানুষের অংশগ্রহণ ছিল।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপ্তাই উপজেলা সভাপতি নুর জামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের ফুলবাগান সভাপতি মইন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেটিঘাট সভাপতি শাহজাহান ও শিহাব উদ্দিন প্রমূখ। উক্ত সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। তা-ই শ্রমিকদের ন্যায্য হিসাব বাস্তবায়নে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে বন্ধকৃত পাটকলসহ সকল বন্ধ কল-কারখানা অবিলম্বে চালু করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। রেল ও বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে। সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে। সকল ধরণের শিল্প কল-কারখানায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। কর্মসূচি শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও নাস্তা বিতরণ করা হয়।