সুজন কুমার তঞ্চঙ্গ্যা:
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:রাঙামাটির বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস্ পরিচালিত “আস্থা” – প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে – যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ) সকাল ১১ টায় আশিকার আয়োজনে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। সভায় আরও উপস্থিত ছিলেন সিভিক প্ল্যাটফর্ম-এর জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, প্রকল্পের ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ) সহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন – কোন অনিয়মের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মিডিয়া বা জনসাধারণের নজরে আনার পদ্ধতিই হলো হুইসেল- ব্লোয়িং। হুইসেল- ব্লোয়িং পদ্ধতিতে অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এর ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব। হুইসেল – ব্লোয়িং হলো অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, নিরাপত্তা – লঙ্ঘন, রাজনৈতিক সহিষ্ণুতা, মানবাধিকার – লঙ্ঘন এবং দুর্নীতির ঘটনাকে মোকাবেলা করে জনগণের অধিকার রক্ষা করা।