মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ
শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন সুমন’র উদ্যোগে ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষ, বেশ কয়েকটি এতিমখানা ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে রোগীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে গত ২ সপ্তাহ ধরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে ও এতিমখানায় ১ হাজার অধিক শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহাজাহান রানা, যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, কৃষকদলের সহসভাপতি রেজানুর পাটোয়ারী লিটন, যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, যুবদলের ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন সুমন, সাবেক ছাত্রনেতা দিলদার হোসেন দিদার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, নাসির উদ্দিন, পেয়ার হুসেন, মিন্টু, জামাল হোসেন, সুমন রুবেল হোসেন, মোঃ টিপু আব্দুল হাই ও সুমন হাদী।
যুবদল নেতা মহিন উদ্দিন সুমন তার বক্তব্য বলেন, আমি গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মী, এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও এতিমখানায় মাদ্রাসার ছাত্রদেরকে কম্বল ও শীতবস্তু বস্ত্র বিতরণ করে আসছি। গত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের ভয়ে প্রকাশ্য দিতে পারিনি। এবার সূযোগ এসেছে আপনাদের পাশে দাড়ানোর। আমি আপনাদের দোয়া কামনা করছি। আগামীতেও যেন, আমি মানুষের পাশে সেবক হয়ে কাজ করতে পারি। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।